কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের ২লাখ টাকা জরিমানা

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০ পিএম, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯ | ২৪৩

কালিহাতীটাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুইটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা আদায়  করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত দেব নাথ এর নেতৃত্বে কালিহাতি থানা পুলিশের সহযোগিতায় কালিহাতি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

জানা যায়, ওই ইটভাটা দুটি পরিবেশ অধিদপ্তর, জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ইট ভাটা পরিচালনা করছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী কালিহাতী উপজেলার কাচিনা এলাকায়  অবস্থিত স্বর্ণা ব্রিকস এবং তালতলা সিগুরিয়ায় এলাকায় অবস্থিত একুশে ব্রিকস দুটিকে পৃথক পৃথক ভাবে ২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। 

টাঙ্গাইল জেলার পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ভ্রাম্যমান আদালত।