চকরিয়ায় যৌতুক মামলায় পিতা ও পুত্র গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮ এএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ২০২
কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ বিচারিক আদালতে যৌতুক ও শারীরিক-মানসিক নির্যাতনের দায় তুলে গত ২০১৮ সালের ১৭ই মে জিহান ফারজানা রুনি বাদী হয়ে মামলা দায়ের করেন। যার সি.পি মামলা নং- ৫৮৯/১৮ ইং। 
 
মামলা সূত্রে হাকিম আদালত নিরেপক্ষ তদন্ত রিপোর্ট পেয়ে মামলাটি রুজু করিয়া ওয়ারেন্ট জারি করে, এতে গত ২১ তারিখ মামলার ২নং আসামী ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডেও চা-বাগান গ্রামরে মৃত সিরাজের পুত্র আলতাজ মিয়া (৫৫) কে আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তেমনি ভাবে গত ২৭ জানুয়ারী বাদীনীর স্বামী সাইফুল ইসলাম (৩০) কেও জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান মামলার বাদী ও মামলার পরিচালক অ্যাডভোকেট এইচ.রাফাত (রাজিব)। 
 
মামলার বাদীনী এ প্রতিবেদককে জানান, ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আলী আমাকে মামলা দায়েরের পরামর্শ দেন। এখন বিবাদীর পক্ষ হয়ে  আড়াই লক্ষ টাকার কন্ট্রাক্টে তাদেরকে মুক্ত করার জোর প্রচেষ্টা চালাছে। কিন্ত আমার নব জাতক ৭ মাসের শিশু জিদজাতুল মোনতাহা তাবা”ছুম জীবনের কথা ভাবছেন না তিনি।