ডাকাতের হামলায় স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | ৫৩৬

টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসদরের পোষ্টকামুরী চরপাড়া গ্রামের মোঃ আইন খানের (৭৫) বাড়িতে ডাকাতি হামলা হয়েছে।

এ ডাকাতি হামলায় তার বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র লুট করা হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত ০৩.৩০ ঘটিকার সময় বেশকয়েকজন ডাকাত বাড়ির আঙ্গিনায় এসে জানালায় লাইট মারে।

তারপর বাড়ির দরজায় শব্দ করার পর খুলতে না খুলতেই বাড়ির মালিককে ঘাড়ে ছুরিদিয়ে আটকে ফেলে, এবং বাড়িতে থাকা সবাইকে রশি দিয়ে বেঁধে রেখে সকল কিছু লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির সবাই চিৎকার করতে থাকে এমতাবস্থায় চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে পাড়াপশর্^ী যুবলীগ নেতা মোঃ সুজন খান এগিয়ে যান।

তাদের বাধ খুলে দেয়ার পর বিস্তারিত তিনি শুনেন। তিনি জানান, চিৎকার শুনে আইন খানের বাড়িতে যাওয়ার সময় আমি একটি (হাইছ) গাড়িতে ১২-১৩ জন ডাকাতকে গাড়ি নিয়ে চলে যেতে দেখি।

এ বিষয়ে, মির্জাপুর থানা (তদন্ত) অফিসার তুহিন আহম্মেদ ও এস আই নূর মোহাম্মদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, কিন্তুু সেখানে ভাংচুরের কোনো আলামত পাওয়া যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।