ঝিনাইদহ-২ আসনে

আওয়ামী লীগ মনোনীন প্রার্থী পক্ষে ভোট চাইলেন সাবেক সংসদ

জাহিদুর রহমান তারিক
প্রকাশিত: ১২:২৮ পিএম, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮ | ৪৩৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনীন প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি’র পক্ষে গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর, সোনালী ব্যাংক মার্কেট, পায়রাত্বর, পোষ্ট অফিস মোড়সহ বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি।

এসময় প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি, হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু, যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।