মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, বুধবার, ৯ আগস্ট ২০২৩ | ১৩৫

‘‘আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মুল শক্তি’’ এ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। মধুপুর গড়াঞ্চালে বসবাসকারী গারো সম্প্রদায়ের উদ্যোগে ভুটিয়া গ্রামে  বুধবার শোভাযাত্রা, আলোচনা সভা, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি,বাগাছাস, গাসু ,আদিবাসী ইউনিয়ন, কোচ ইদবাসী সংগঠন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, জলছত্র হরিসভা, ইদবাসী ফোরামসহ গারো আদিবাসী সংগঠন যৌথ  উদ্যোগে এ দিবস উদযাপিত হয়। 

ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জিএমএডি’র সভাপতি অজয় এ মৃ । পরে ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গারো এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সুরের মূর্ছনায় গারো মান্দি নৃত্যের ফাঁকে ফাঁকে চলে আলোচনা সভা।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যকার মামুনুর রশীদ। মুল আলোচনায় ছিলেন আদিবাসী গবেষক থিওফিল নকরেক। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মন, কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভরত বর্মন, আচিক মিচিক সোসাইটির সভানেত্রী মিসেস জাসিন্তা নকরেক, উপজেলা আদিবাসী মেম্বারস্ এর পক্ষে ইউপি সদস্য অর্চনা নকরেক, জলছত্র হরিসভার সভাপতি মি. প্রবীর নকরেক, বাংলাদেশ গারো সংগঠনের সভাপতি মি. জন যেত্রা, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. এপ্রিল পৌল মৃ, টিডবিøউএ এর একাংশের চেয়ারম্যান মি. রঞ্জিত নকরেক, পাল পুরোহিত রেভা মধুনাথ সাংমা, জিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মি: প্রলয় নকরেকসহ মধুপুরের গারো সম্প্রাদয়ের নেতৃবৃন্দ।

গারোদের বিভিন্ন নৃত্য দল তাদের নিজস্ব পোষাক পড়ে নৃত্য পরিবেশন করে। এ সময় গড় এলাকার নারী পুরুষসহ হাজারও লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল এলাকার গারোদের জন্য পৃথক ভূমি কমিশনসহ সরকারের কাছে বিভিন্ন দাবি জানান।

এদিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া ঘাটাইলের সাগরদিঘীতে স্থানীয় গারোদের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত হয়েছে।