পঞ্চগড়ের দুটি আসনে নতুন প্রজন্মের প্রার্থী দিল বিএনপি

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫ এএম, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | ১৯০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে রংপুর বিভাগের বেশ কয়েকটি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম জানা গেছে।
 
সোমবার (২৬ নভেম্বরে) দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়।
 
তালিকা থেকে জানা গেছে , পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এবং  পঞ্চগড়-২ আসনে প্রয়াত শফিউল আলম প্রধানের কন্যা  শরিক দলের প্রার্থী হিসেবে ব্যারিস্টার তাসমিয়া প্রধান মনোনয়ন পেয়েছেন। 
 
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে পঞ্চগড়–১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধানের কাছে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন । 
 
এছাড়া পঞ্চগড়-২ আসনে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজনের কাছে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে হেরে যান জেলা বিএনপির তৎকালীন সভাপতি মোজাহার হোসেন।