পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ টাকার ভারতীয় কেডস ও চকলেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২১ পিএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ২৩৪

বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামে ভারত থেকে পাচার করে আনা ৫ লাখ টাকার চকলেট ও কেডস (জুতা) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা ।

রোববার (১১ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম থেকে চোরাচালানী পন্য গুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামের মধ্য দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাচালানী পন্য সীমান্ত পার করে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার শ্রী সুকেসের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কেডস (জুতা) ও চকলেট উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।