সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে

ঝিনাইদহে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ৪৩৯

সড়ক পরিবহণ আইন আংশিক সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবহণ শ্রমিকরা।

বৈরী আবহওয়া উপেক্ষা করে আজ সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচী পালন করে তারা। এতে জেলার, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহণের শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, সদ্য পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের কিছু কিছু স্থানে শ্রমিক স্বার্থ বিরোধী হয়েছে। তারা দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান।