প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান 

টাঙ্গাইলের শ্রেষ্ঠ ইউএনও নাগরপুরের ওয়াহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৬৩৪
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন নাগরপুরের ওয়াহিদুজ্জামান। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি এ পদক অর্জন করেছেন। পদক বাছাই কমিটির সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন তার কাজের মূল্যায়ন করা হয়েছে। 
 
নিয়মিত বিদ্যালয় মনিটরিং, ঝরে পরা রোধ মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ, মেধা পুরস্কার, কাবিং কার্যক্রম বেগবান, বঙ্গবন্ধু কর্ণার স্থাপন, প্লে-কর্ণার স্থাপনে ভূমিকা, ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ, বৃক্ষরোপনে উৎসাহিত করণ, নদী ভাঙ্গন বিদ্যালয়ে পাঠদান সচল রাখতে নতুন গৃহ নির্মাণ, ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ,  মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নানাবিধ কার্যক্রম করায় তাকে সম্প্রতি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারে ভূষিত করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, যেকোন ভাল কাজের স্বীকৃতিতে  দায়িত্ববোধ ও উৎসাহ আরো বেড়ে যায়। শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা চাই। যাতে নাগরপুরের নদী ভাঙন কবলিত এলাকার কোমলমতি শিশুরা শিক্ষা নামক মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়৷
 
উল্লেখ ইউএনও ওয়াহিদুজ্জামানের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি প্রাণীবিদ্যা বিভাগ থেকে এমএসসি করেছেন। পরে ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন প্রবেশ করেন।