চকরিয়ায় উন্নয়ন মেলার র‌্যালি অনুষ্টিত

চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮ এএম, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮ | ২০৩
“উন্নয়নে অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ৪অক্টোবর সকাল সাড়ে ৯টায় চকরিয়ায় চতুর্থ  জাতীয় উন্নয়ন মেলার র‌্যালিতে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী ও জনসাধারণের সমাবেশ ঘটিয়েছে উপজেলা প্রশাসন। 
 
উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউস চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 
 
অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। 
 
র‌্যালিটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলাস্থলে এসে মিলিত হয়। 
 
বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম,  চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ দুলাল,মনোরঞ্জন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া (অমিত হাসান), উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ প্রমুখ। 
 
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি সেবা সংস্থার কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
পিএইচপি/এম,জুনাইদ উদ্দিন