ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ৪৮১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন ও তার ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা অর্জন করায় ঝিনাইদহে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আওয়াল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।