বাড়িতেই তৈরি করুন বোরহানি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, রোববার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৯

যে কোনো উৎসব আনন্দে খাবারের তালিকায় কোমল পানীয়র স্থানে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বোরহানি। বাড়িতেই তৈরি করা যায় বলে এর পুষ্টিমানও থাকে অক্ষুণ্ন। সহজে তৈরি করা গেলেও অনেকেরই হয়তো জানা নেই বোরহানি তৈরির রেসিপি। চলুন, এক নজরে রেসিপিটি দেখে নিই। 

উপকরণ : টক দই আধা কেজি, পানি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা চামচ, আদা বাটা এক চিমটি, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া এক চিমটি, বিট লবণ ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পুদিনা পাতা বাটা ২ চা চামচ, ধনে পাতা বাটা,  কাঁচা মরিচ বাটা আধা চা চামচ।

প্রণালি : টক দইয়ের সঙ্গে সব উপকরণ দিয়ে দিন ভালোভাবে এক মিনিট ব্লেন্ড করে নিন। বাড়িতেই তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির মজার স্বাদের বোরহানি। এখন আপনার পছন্দের পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার বোরহানি।