হবিগঞ্জে ছাত্রের গায়ে এসিড নিক্ষেপ করেছে শিক্ষক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, শনিবার, ৪ আগস্ট ২০১৮ | ৫৪৪

হবিগঞ্জে এক শিক্ষার্থীর গায়ে এসিড নিক্ষেপ করেছেন আব্দুল কাইয়ুম নামের এক শিক্ষক। শনিবার সকাল পৌনে ১১টার দিকে হবিগঞ্জ টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

আক্রান্ত ছাত্রের নাম মঈনুদ্দিন আহমেদ (১৫)। আহত অবস্থায় মঈনুদ্দিনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের ফুল মিয়ার ছেলে এবং ওই প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারিজ বিভাগের ছাত্র।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ছাত্ররা সড়ক অবরোধ করে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ওই শিক্ষককে গ্রেফতার করেন।