নাগরপুরে শিক্ষকদের সাথে আ’লীগ নেতার মতবিনিময়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৭ পিএম, শনিবার, ৪ আগস্ট ২০১৮ | ৫২২

টাঙ্গাইলের নাগরপুরে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের সাথে আওয়ামী লীগ নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) মো. শাহআলম মিয়া, মহিলা কলেজের প্রভাষক, এহসানুল হক বাচ্চু, সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।