মহেশখালী থেকে জাতিসংঘ কর্মকর্তার মরদেহ উদ্ধার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৫৭৮

দুই দিন নিখোঁজ থাকার পর কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া থেকে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা সোলিমান মুলাটার (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

৩৮ বছর বয়সী ইথিওপীয় নাগরিক গত এক বছর ধরে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সোনাদিয়া চ্যানেলে পাওয়া লাশটি সোলিমান মুলাটারের। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় নির্ণয় করা হয়েছে।

মঙ্গলবার সকালে কর্মস্থলে যেতে বের হওয়ার পর থেকে সোলিমান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ইউএনএইচসিআরের কর্মকর্তা ইফতেখার উদ্দিন।