ধনবাড়ীর ইউএনও কে বিদায় সংবর্ধনা 

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭ এএম, রোববার, ১০ নভেম্বর ২০২৪ | ৪০

টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান কে বিদায় সংবর্ধনা  দেওয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা তাকে এ বিদায় সংবর্ধনা জানায়।

এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক গনমুক্তি পত্রিকার সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ, দৈনিক টাঙ্গাইল সময় ও মাই টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ এর সাংবাদিক হাবিবুর রহমান, প্রচার  ও প্রকাশনা সম্পাদক সম্পাদক নূর-নবী শেখ, কার্যকরী সদস্য সাংবাদিক  সাবেক কমিশনার মাসুদ রানা, ও সাংবাদিক পলাশ ইসলাম, লিটন মিয়া , মহিবুল হাসান মিলন, জাহিদ হাসান,  রাম চন্দ্র ঘোষসহ সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধনবাড়ী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সকলের উদ্দ্যেশে বলেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা বিগত সময় থেকে এ অঞ্চলের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দেশের কল্যাণে কাজ করে আসছে আগামী দিনেও এধারা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।