টাঙ্গাইলে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৬:২৬ পিএম, শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | ২৭৫

টাঙ্গাইলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। ২০ জুলাই শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব শুরু হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন। আলোচনা শেষে মনোজ্ঞ সস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনার পূর্বে সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২১ জুলাই শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।