অভিনেত্রী মেহের আফরোজ শাওন ডিবি হেফাজতে


অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে হেফাজতে নিয়েছে ডিবি। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার দেখানো হবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে জিজ্ঞাসাবাদ শেষে।