ঢাকা ট্রিবিউন কর্মকর্তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের রুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ২৫২

গাড়ি চাপায় নিহত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নাজিম উদ্দিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া  হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ মে) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।  দশদিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও  যোগাযোগ সচিব, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৭ মে সকালে মোটরসাইকেল যোগে গন্তব্যে যাওয়ার সময় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নাজিমকে ধাক্কা  দেয় একটি বাস। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী গোলাম মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর খবর বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়। পরে ওই ঘটনায় বিবেকের তাড়নায় এবং  ন্যায়ের স্বার্থে প্রতিবেদনগুলো আদালতের নজরে আনি। তখন আদালত এ আদেশ দেন।