কালিহাতীতে আ’লীগের সদস্য সংগ্রহ শুরু

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৫১০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন প্রাথমিক সদস্যপদের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম-সাধারণ খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল­ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।