নাগরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশির গণজমায়েত 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ৪৯

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশির গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) নাগরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক।

নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকরের সভাপতিত্বে ওই গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ। 

এরআগে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিকের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।