নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে-তৃপ্তি 

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ৩৭
বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে উঠান বৈঠক করেন যশোর জেলার শার্শা-১ আসন এর সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
 
মঙ্গলবার (২১ অক্টোবর) শার্শার ২ নং লক্ষনপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডে এ উঠান বৈঠক করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই মোড়ল।
 
ত্রায়োদশ জাতিয় নির্বাচনে ধানের শীষের মনোনায়ন প্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমান এর ৩১ দফায় মা-বোন, কৃষক শ্রমিকও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেত্রত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও মর্যদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভুমিকা থাকবে।
 
এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ তাজ উদ্দিন শার্শা উপজেলার সহ সভাপতি মোঃ রুহুল আমিন আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন প্রমুখ।