বেনাপোলে অবস্থান কর্মসূচি পালন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের


বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশম দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (২১ অক্টোম্বর) সকালে শার্শা উপজেলা পরিষদ চত্বরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের চাবি আদায়ের লক্ষ্য এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, "বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়াও উৎসব ভাতা না থাকায় ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোয় আমরা পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়ি।"
তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।
অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শ্রী বদ্যনাথ কুমার দাস, আনারুল ইসলাম, শহিদুল ইসলাম ও আয়ুব হোসেন।