অবশেষে তুরস্কে জরুরী অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ১৮৮

দুই বছর পর জরুরি অবস্থা তুলে নিল তুরস্ক সরকার। ২০১৬ সালে সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। 

সোমবার প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়াঁর সরকার প্রথম নির্বাহী আদেশে এ পদক্ষেপ নিল। নির্বাচনী প্রচারণায় জরুরি অবস্থা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোয়াঁ। এদিকে, সরকারের ক্ষমতা আরো বাড়াতে পার্লামেন্টে নতুন বিল আনছে ক্ষমতাসীন দল। এতে বন্দিদের দুই দিনের পরিবর্তে ১২ দিন পর্যন্ত আটকের প্রস্তাব রাখা হয়েছে। 

এছাড়াও সন্ত্রাসের সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বরখাস্তের প্রস্তাবও রয়েছে। বিলটি আগামী সপ্তাহে পার্লামেন্টে উঠানো হবে। দেশটিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ১ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। আটক করা হয় ৫০ হাজারের বেশি কর্মকর্তাকে।