নাগরপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
 
												 
																			টাঙ্গাইলের নাগরপুরে এক কলেজ ছাত্রের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শরিবার গভীর রাতে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহসড়কের কাঠুরী নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই কলেজ ছাত্রের নাম হচ্ছে, লুৎফর মিয়া (১৯)। সে উপজেলার সিংজোড়া গ্রামের জবর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংজোড়া গ্রামের দরিদ্র পরিবারের জবর মিয়ার ছেলে লুৎফর মিয়া (১৯) জীবিকার তাগিদে শুক্রবার সকালে ধান কাটার উদ্দ্যেশে পাশ্ববর্তী দৌলতপুর উপজেলায় যায়। সে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে নাগরপুরের উদ্দ্যেশে রওয়ানা দেয়।
রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যানজটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে রাস্তায় নিহতের লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।
নাগরপুর থানার উপ পরিদর্শক এম এ আলমগীর হোসেন জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌছে নিহত ওই ছাত্রের লাশ পড়ে থাকতে দেখে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সুরতহালে বুঝা যায় সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এছাড়া তার পারিবারিক সূত্রে জানা গেছে সে কিছুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল।
 
                         
 
             
            