প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে

কালিহাতীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৫ পিএম, সোমবার, ১৪ মে ২০১৮ | ৮২৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

১৪ মে সোমবার দুপুর ১২ টায় আনন্দ মিছিলটি কালিহাতী কলেজ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়।

কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমন, যুগ্ম আহবায়ক এইচ.এল হৃদয়, কালিহাতী পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক জাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।