কালিহাতীতে মাদকসেবীর ২ বছরের কারাদন্ড

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৫০৮

টাঙ্গাইলের কালিহাতীতে এক মাদকসেবীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

২৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত.রমজান আলীর ছেলে মানিক মিয়া (৩০) কে মাদক সেবন করার সময় আটক করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার জানান, মাদক সেবনের টাকার জন্য প্রতিনিয়ত মা এবং বোনকে নির্যাতন করে। মায়ের দেওয়া তথ্য অনুযায়ী মাদক সেবনকারী মানিক মিয়াকে মাদক সেবন করার সময় আটক করে ২ বছরের কারাদন্ড দেওয়া হয়।