সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ১৭৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নয় বাংলাদেশি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার এ অগ্নিকাণ্ড হয়। এরই মধ্যে ৬ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। নিহতরা হলেন, কিশোরগঞ্জের মোহাম্মদ ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সেলিম, নরসিংদীর হিমেল, মজিদ খান ও রবিন আহমেদ, সিলেটের জুবায়ের, মানিকগঞ্জের রাকিব হোসেন ও নারায়ণগঞ্জের রুবেল।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব শফিকুর রহমান জানান, নিহতরা অধিকাংশই নির্মাণ শ্রমিক। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইন-শৃঙ্খলাবাহিনী। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, ওই ভবনে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বাস করতেন। ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ না থাকায় নিহতের সংখ্যা বেড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।