জেএসসি বৃত্তির ফলাফলে

নাগরপুর উপজেলায় এবারও শীর্ষে নয়ান খান স্কুল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২১ পিএম, সোমবার, ৯ এপ্রিল ২০১৮ | ৫৯৪

ধারাবাহিক সাফল্য ধরে রেখে বরাবরের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও উপজেলার শীর্ষে টাঙ্গাইলের নাগরপুর নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে ৩২জন শিক্ষার্থী এ বছর বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৮টি ট্যালেন্টপুল ও ১৪টি সাধারন গ্রেড। উপজেলায় ৩৫টি ট্যলেন্টপুল বৃত্তি কোঠার মধ্যে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি লাভ করতে সক্ষম হয়েছে। এছাড়া যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪টি ট্যলেন্টপুল ও ১২টি সাধারন গ্রেডসহ ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

ধারাবাহিক সাফল্যের প্রতিক্রিয়ায় নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ সাহা বলেন, পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি বা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের সাথে নিয়মিত সংলাপ, শ্রেণীকক্ষে শিক্ষকদের নিরলস পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি কঠোর নজরদারি এ সফলতার অন্যতম কারন। এছাড়া অভিবাভকদের সমন্বিত প্রচেষ্টার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।