পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, রোববার, ২৫ মার্চ ২০১৮ | ১৮৪০

দেখে মনে হতে পারে একটি পাথরখণ্ড। তবে এমনটি ভেবে থাকলে ভুল ভাবছেন। দেখতে পাথরখণ্ডের মতো মনে হলেও এটি আসলে একটি পাহাড়। চীনা মিডিয়া এটিকে পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড় বলে অভিহিত করেছে।

পূর্ব চীনের শানডং প্রদেশের শৌগৌগে অবস্থিত 'জিং হিল' নামের পাহাড়টি ০.৬ মিটার উঁচু, 0.৭ মিটার প্রশস্ত এবং ১.২৪ মিটার দীর্ঘ। একটি শস্যখেতের মাঝে এটির অবস্থান।

প্রথমে স্থানীয় লোকজন পাথর মনে করে এটি তুলে ফেলতে চেষ্টা করে। এমনকি বেশ কয়েকবার খননকাজ চালানো হয়। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। কেননা শত শত বছরের পুরোনো 'জিং হিল' অনেক গভীর ও এর ভূগর্ভস্থ অনেক বিস্তৃত।

পরে এ বিষয়ে প্রাদেশিক সরকার পরীক্ষা করে দেখে যে এটি আসলে ছোট আকারের একটি পাহাড়। তারপর থেকেই এটি স্থানীয় সরকার কর্তৃক সংরক্ষিত।

এটি ওখানকার পরিবেশের সঙ্গেও বেশ মানিয়ে যায়। শরৎকালে ভুট্টাগাছের আড়ালে এটিকে দেখতে চমৎকার লাগে। আবার শীতে বরফের সঙ্গেও দারুণ মানিয়ে যায়।

সূত্র: সিসিটিভি