এসএসসি পরীক্ষা

ভূঞাপুরে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষককে অব্যহতি

ভুঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৫ পিএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৫৪

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে চলতি এসএসসি পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বরত ৪ জন শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেওয়া হয়েছে। শনিবার ভ‚ঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় ওই শিক্ষকদের অব্যহতি দেওয়া হয়। এদিকে অব্যহতির এই তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা কেন্দ্রে গেলে তাদেরকে প্রবেশ নিষেধ করা হয়।

ভ‚ঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সহকারি কেন্দ্র সচিব লাল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি কেন্দ্র সচিবের অজুহাতে কেন্দ্রে প্রবেশে নিষেধ করেন। তিনি জানান, ইউএনও সাহেব বললেও কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবেনা।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, শনিবারের বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় ভ‚ঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি হলে ৪ জন শিক্ষক দায়িত্বরত ছিল। পরে হলে ওই শিক্ষকদের দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেওয়া হয়।