বগুড়ায় গ্যাস ট্যাবলেট খে‌য়ে এসএস‌সি পরীক্ষার্থীর অাত্মহত্যা

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৬:২৩ পিএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৫৫
ফাইল ছবি
বগুড়ার নন্দীগ্রা‌মে গ্যাস ট্যাবলেট খে‌য়ে এক এসএস‌সি পরীক্ষার্থী অাত্মহত্যা ক‌রে‌ছে।
 
শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত ছা‌ত্রের নাম মা‌নিক মিয়া। সে নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ব‌লে জানা গে‌ছে।
 
স্থানীয় সূ‌ত্রে জানা যায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)  দিনগত রাতে মানিকের মা তাকে সংসারের কাজে সহযোগিতা করার জন্য বলে। এতে করে সে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে গভীর রাতে গ্যাসের ট্যাবলেট সেবন করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে সকালে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।