টেকনাফ ইয়াবাসহ আটক ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, রোববার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯৮

টেকনাফ মধ্যম জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, টেকনাফ পৌরসভা মধ্যম জালিয়া পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ হাসেম (৩৮) ও দক্ষিন জালিয়া পাড়া এলাকার আলতাজ মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৪০)।

র‌্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কো¤পানী কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, শুক্রবার রাতে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহাতাব (এক্স)বিএন নেতৃত্বে গোপন সংবাদে টেকনাফ পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ড মধ্যম জালিয়াপাড়া মো. হাসেম এর বসত বাড়িতে কতিপয় মাদক ব্যবসয়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের র‌্যাব-৭, একটি আভিযানিক দল স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামিদের দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লাখ টাকা। ইয়াবাসহ আটককৃত আসামি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।