তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ


প্রকাশিত: ০৭:৫০ পিএম, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | ৫৭

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি'র লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে নিজ বাস ভবন মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি।