তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি আকাশ সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮০

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের বাসাইলের করাতিপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার সহযোগী সৌরভ (২৫) গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার সিপিসি-৩ র‌্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি র‌্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেসবিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ এবং সৌরভ গাজীপুর কালিয়াকৈরের কলেজ ছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামী।
 
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র নিহত আবুল কালাম আজাদ (২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করত।  পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভসহ আসামীরা নিহতের পূর্ব পরিচিত। তারা ভিকটিমকে অন্যায়-অত্যাচার ও হুমকি দিত।  ২০২৪ সালের ২১ ডিসেম্বর আসামীরা  ইমনের মাধ্যমে ভিকটিমকে কালিয়াকৈর থানাধীন উলুসারা জনৈক হারুনের দোকানে আসতে বলে। ভিকটিম আসলে উৎপেতে থাকা আসামীরা আবুল কালাম আজাদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান পিচ্চি আকাশ এবং সৌরভ তালিকাভুক্ত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও চুরি একাধিক মামলা রয়েছে। তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।