টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনাসেতু মহাসড়ক অবরোধ


বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদ ও কারিগরী ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে অবরোধ কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার ১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ কর্মসুচি পালন করা হয়।
প্রায় দুই ঘন্টা ব্যাপী অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহায় দুরপাল্লার যাত্রীরা। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেয়। এ সময় দুরপাল্লার যাত্রীদের ভোগান্তি বিষয়টি উল্লেখ করে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অবরোধ তুলে নেয়ার জন্য শিক্ষার্থীদের বার বার আহবান জানায়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। ফলে দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।