টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ


টাঙ্গাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অ উপস্থিত ছিলেন কনসালটেন্ট (ফিজিও) ডা. মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমীন সিরাজী, সিআরডিডি সভাপতি আবরার ইউসুফজাই (তনু) প্রমুখ।
সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার ৬৫টি, আটটি ট্রাইসাইকেল, তিনটি করে ফোল্ডিং ওয়াকার, কর্ণার চেয়ার ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়।