রাতে প্রেমিকার সাথে ঝগড়া, সকালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুরে রাতে প্রেমিকার সাথে মোবাইল ফোনে ঝগড়া হয় তারিফ (২০) নামে যুবকের। সকালে জাম গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধঅর করে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) ভোরে মির্জাপুর পৌর এলাকার বাইমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। তারিফ (২০) মির্জাপুর পৌরসদরের বাইমহাটি গ্রামের সোলাইমান মোল্লা ওরফে ছোট ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় তারিফ। মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলে। মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মেয়ের সঙ্গে কথা বলার সময় ঝগড়া হয়। পরে ভোরে জাম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, 'পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'