মির্জাপুরে আ.লীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | ২১৬

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মির্জাপুর কলেজের সাবেক জিএস উপজেলা আ.লীগের সদস্য সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কনা (৩৮) কে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।

বুধবার রাতে কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবি আক্তার কনা তার সহযোগীদের নিয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে বুধবার রাতে তার ভাড়া বাসায় অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বিপুল পরিমাণ ইয়াবা টয়লেটে ফেলে দেন। তারপরও বাসার বিভিন্ন স্থানে তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার ও দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। দুই সহযোগী হলেন পৌর সদরের পোষ্টকামুরী খালপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও পাশ্ববর্তী সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)।

গ্রেপ্তার রুবি আক্তার ও তার স্বামী  আ.লীগ নেতা সেলিম সিকদার মিলে পতিত আওয়ামী শাসনামলে মির্জাপুরে মাদকের অভয়ারন্য গড়ে তুলেছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের স্বামী সেলিম সিকদার পালিয়ে গেলে ব্যবসার হাল ধরেন তার স্ত্রী। সেলিম সিকদারের বিরোদ্ধে মির্জাপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।  

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা নেয়া হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।