ধনবাড়িতে পদ্মা হসপিটালকে জরিমানা ও সিলগালা


টাঙ্গাইলের ধনবাড়িতে পদ্মা হসপিটালকে ভ্রাম্যমান আদালত জরিমানা ও আল্ট্রাসনোগ্রাফি রুম সিলগালা করেছে। অনুমোদনহীন পদ্মা হসপিটালের বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষতের এ ধরনের অপরাধ মুলক কাজ যেন না করে সেজন্যে মুছলেখা দেয় হাসপাতাল কর্তপক্ষ।
এর আগে ১৩ অক্টোবর বিভিন্ন পত্রিকায় “ধনবাড়িতে নজরুল ইসলাম ডাক্তার না হয়েও দেখছেন রোগী,করছেন আল্ট্রাসনোগ্রাফি” শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর আজ পদ্মা হসপিটালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
বৃহস্প্রতিবার ( ১৬ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.উত্তম কুমার সরকার, টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকারে সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল,পুলিশের এসআই আব্দুস সাত্তার।
ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ বলেন, অনুমোদনহীন পদ্মা হসপিটালের বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়ে হসপিটালকে ১০ হাজার টাকা জরিমানা ও আল্ট্রাসনোগ্রাফি রুম সিলগালা করা হয়েছে। যেহেতু হসপিটালটি অনুমোদনহীন, এখনও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অফিস থেকে পরিদর্শন করা হয়নি, আগামী রবিবার পরিদর্শনের কথা রয়েছে যদি সে প্রতিষ্টানের সবকিছু ঠিক থাকে তাহলে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে তা না হলে রুমটি সিলগালা থাকবে।
উল্লেখ্য, নজরুল ইসলাম কুমিল্লার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে ডিএমএফ (মেডিকেল অনুষদে ডিপ্লোমা) কোর্স সম্পন্ন করলেও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (ডিএমডিসি) রেজিষ্ট্রেশন আছে বলে উল্লেখ করলেও তিনি প্রায় দশ বছর দেশের বিভিন্ন এনজিও গুলোতে কাজ করে ধনবাড়িতে গড়ে ওঠা খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন কাজ করে। সে নিজেই সম্প্রতি ধনবাড়িতে অনুমোদনহীন পদ্মা হসপিটাল খুলে ডাক্তারের ভিজিট ৫০০ টাকা নিয়ে নিয়মিত চেম্বারে রোগী দেখছেন এবং বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন।
অপরদিকে ধনবাড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে বাচ্চাদের জন্য তৈরি চিপস এবং আচার এ পোড়াতেল,ঘনচিনি ও সাইট্রিক এসিড ব্যাবহার করার অপরাধে জান ফুড প্রডাক্টকে, এক লক্ষ টাকা ভূয়া ডাক্তার মো: আব্দুর ওয়ারেসকে পঞ্চাশ হাজার টাকা এবং কেন্দুয়া বাজারে অনুমোদন ছাড়াই পরিচালিত সেবা ডায়াগনস্টিক সেন্টার কে বিশ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকারে সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।