মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মির্জাপুরে গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কমিটির সদস্য ও স্থানীয় মুসুল্লিরা। শুক্রবার (২৩ মে) বাদ জুম্মা মসজিদ চত্বরে এ সংবাদ সম্মেলন হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রতিবাদ জানান মসজিদ কমিটির সহ-সভাপতি মো. আজিজুর রহমান।
এ সময় এসময় কমিটির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান অপপ্রচারের প্রতিবাদ করে বক্তৃতা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামুর্কী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, সমাজ সেবক ও ব্যবসায়ী সোহেল রহমানসহ শতাধিক মুসুল্লি।
লিখিত বক্তব্যে বলা হয়, গুনটিয়া গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লিদের সার্বিক সহায়তায় দীর্ঘ দিন ধরে গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি এই এই মসজিদ কমিটির সাবেক সদস্য আলমগীর হোসেন, বারি মিয়া, হাবিব মিয়া, জয়নাল, মহসীন, নাছিরসহ একটি দুষ্ট চক্র কমিটির সুনাম খুন্ন করার জন্য এক ইউটিউবারের মাধ্যমে অপপ্রচার চালায়।
ওই দুষ্ট চক্রের কয়েকজন গুণটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাথে যুক্ত ছিল। দুর্নীতির দায়ে অপসারিত হয়ে তারা এখন মিথ্যা বানোয়াট কথা বলে মুসল্লিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা গ্রামে আলাদা মসজিদ নির্মাণ করে গ্রামবাসীকে বিভাক্ত করার চেষ্টাও করছে বলে অভিযোগ করা হয। ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।