মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহবায়ককমিটি গঠিত হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহবায়ক, মো. আজিজুর রহমান মল্লিক কে যুগ্ম আহবায়ক ও তারাপদ সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শুক্রবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক আব্দুস সালাম জানান, মির্জাপুর উপজেলার বাসিন্দাদের মধ্যে গ্রাজুয়েট ডিগ্রীধারী যে কেউই এ সংগঠনের সদস্য হতে পারবেন। যারা নির্দলীয়ভাবে সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকতে চান তারা এ সংগঠনের সাথে যুক্ত হতে পারেন। আগামী ১১ জুন সংগঠনটির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।