দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন


দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিষেশ বিষেশ সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন।
এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, টাঙ্গাইল জেলা শাখার শিক্ষক ফোরামের সহ-সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বীন রেজাউল. সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান খান রিয়াদ প্রমুখ।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।