টাঙ্গাইলে খাদ্যবান্ধব ডিলার সক্রান্ত লটারী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, বুধবার, ১২ মার্চ ২০২৫ | ১৮৭

টাঙ্গাইল সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলার সক্রান্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যলয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারী অনুষ্ঠিত হয়। 

উপজেলায় ১২টি ইউনিয়নে ৩২টি ডিলার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হলে সর্বমোট ১৮২টি আবেদন জমা পরে। তারমধ্যে সরাসরি ৩৮টি আবেদন বাতিল করা হয়। মোট ১৪৪টি আবেদন ওপেন করা হলে ১১১টি আবেদন সবগুলো শর্তপূরণে তার মধ্যে লটারী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার,সহকারী কমিশনার (ভূমি )মো. ওহুল আমিন শরীফ, ক্যাপ্টন রিদওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ,সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহাম্মেদ প্রমুখ।