সুইডেনের স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ১০


সুইডেনের মধ্যাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। খবর বিবিসি।
পুলিশের ধারণা, হামলাকারী পুরুষ এবং তিনিও নিহত হয়েছেন। তার নামে আগে কোনো অভিযোগ ছিল না এবং আগে থেকে পুলিশের নজরেও ছিলেন না তিনি। এ হামলা তিনি একাই চালিয়েছেন বলে মনে করা হচ্ছে। এখনো এই হামলার কোনো সুস্পষ্ট উদ্দেশ্য পাওয়া যায়নি।
পুলিশ বলেছিল যে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং অন্তত চারজনের অস্ত্রোপচার চলছে।
প্রথমে পুলিশ জানিয়েছিল যে, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
পরে স্থানীয় গণমাধ্যমগুলো একাধিক মৃত্যুর খবর দিতে শুরু করে, এবং পুলিশ নিশ্চিত করে যে, প্রায় ১০ জন নিহত হয়েছেন। তবে তারা নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি।
পুলিশ আরো বলেছে যে, হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য নেই বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে পুলিশ রিসবার্গস্কা স্কুলে গুলির খবর পায়। প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অন্যান্য স্কুলও রয়েছে। এই ধরনের শিক্ষাকেন্দ্রে মূলত তারা উপস্থিত থাকে, যারা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারেননি।
দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন মঙ্গলবারের এই হামলাকে সুইডেনের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ হামলা’ বলে অভিহিত করেছেন। ক্রিস্টারসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, আজ যা ঘটেছে তার ব্যাপ্তি বোঝা কঠিন।