নাগরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, রোববার, ২৩ জুন ২০২৪ | ২৫

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনসমুহের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় 

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত সিকদারের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমূখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।