টাঙ্গাইলে চার রেস্টুরেন্টে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০ পিএম, রোববার, ৩ মার্চ ২০২৪ | ২৫৬

অগ্নিকান্ড প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় টাঙ্গাইল পৌর শহরের চারটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন  মুহাম্মাদ আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় চারটি রেস্টুরেন্টকে মোট  ১ লাখ ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়।

পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুরুর্চি রেস্টুরেন্টের মালিককে ১ লাখ, সুগন্ধা রেস্টুরেন্টে ২০ হাজার, ঝাউবন রেস্টুরেন্টে ২০ হাজার ও ছেফাত রেন্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন  মুহাম্মাদ আলী বলেন, অগ্নিকান্ড প্রতিরোধ ও নির্বাপকের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, এলপিজি গ্যাসের পরিবর্তে সিলিন্ডার গ্যাস ব্যবহার এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকার অপরাধে রেস্টেুরেন্টগুলোতে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ফায়ার সার্ভিস, ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।