দেলদুয়ারে দক্ষাতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ | ১১৭

“থাকবো ভালো, রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা পর্যায়ে দক্ষাতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দেলদুয়ার উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন ব্যবস্থাপনা) সোহেল রানা।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেলাদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার প্রমুখ। 

এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।