টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ | ২৯৫

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে পৃথক দূর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন সদর উপজেলার গালা এলাকার নূর নব্বীর মেয়ে চায়না আক্তার (২৫)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, পৌলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে৷ 

অপরদিকে সল্লায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে তার মৃত্যু হয়।