প্রয়োজনে মেসিকে বাড়িতে নিয়ে তুলবেন রিয়াল অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, শুক্রবার, ১২ মার্চ ২০২১ | ২৬৮

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির। এরপর ফ্রি ট্রান্সফারে যেকোনও জায়গায় যেতে পারবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। আর সেই জায়গা যদি হয় রিয়াল মাদ্রিদ, তাহলে? মাদ্রিদের ক্লাবটির অধিনায়ক সের্হিয়ো রামোস খুশি মনে স্বাগত জানাবেন মেসিকে। প্রয়োজন পড়লে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিজের বাড়িতে নিয়ে তুলবেন স্প্যানিশ ডিফেন্ডার।

গত মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব তাকে ছাড়েনি। তবে এবারের গ্রীষ্মে যেহেতু তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই অনেকের ধারণা কাতালান ক্লাবে আর থাকবেন না আর্জেন্টাইন অধিনায়ক। সত্যি যদি ন্যু ক্যাম্প ছাড়েন মেসি, তাহলে তিনি কোথায় যাবেন? অনেক ক্লাবের নামই শোনা যায়, সেই তালিকায় কেউ কেউ রিয়াল মাদ্রিদও যোগ করেন।

 
এল ক্লাসিকোতে মেসিকে সামলাতে কঠিন পরীক্ষা দিতে হয় রামোসকে। একই দলে খেললে সেই পরীক্ষায় অন্তত আর পড়তে হবে না রিয়াল অধিনায়ককে, ‘মেসির সেরা বছরগুলোতে আমরা অনেক ভুগেছি, সুতরাং তার মুখোমুখি না হওয়াটা নিঃসন্দেহে ভালো ব্যাপার। সে আমাদের আরও জয় ও সাফল্য পেতে সাহায্য করবে।’

মেসিকে রিয়ালে দেখতে চাওয়া রামোসের চুক্তির মেয়াদও শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। স্প্যানিশ ডিফেন্ডারের কি বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা আছে? রামোসের স্পষ্ট জবাব, ‘কোনও সুযোগ নেই। (হুয়ান) লাপোর্তার প্রতি আমার আলাদা একটা টান আছে, কারণ আমি তাকে পছন্দ করি। কিন্তু জীবনে এমন অনেককিছু থাকে, যেগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না। যেমনটা আপনি কখনোই জাভি কিংবা (জেরার্দ) পিকেকে মাদ্রিদে দেখতে পাবেন না।’